ছেলে বিদেশ থেকে – ১

ছেলে বিদেশ থেকে মা কে ফোন করে অনেকটা অভিমান করেই বল্ল রনিঃ আমি তো বললাম আমি দেশে আর আসব না। তোমরা ভাই এর বিয়ে দিয়েছ অনেক আগে, আমাকে পাঠিয়েছ এই বিদেশে। বিয়েথা আর আমি করব না…. আর আমি বিয়ে করতে পারবও না।

মাঃ কেনরে বাবা কি হইসে?

রনিঃ এখন আর বলব বলে লাভ নাই? আর তোমাকে তো বলাই যাবেনা।

মাঃ বাবা বল আমাকে কি হইসে তোর? রনিঃ আমার যে সমস্যা সেটা আমি তোমাক না এমন কি বাবা কেও না আর আমাকে খারাপ ভাবতে পারবে না। মাঃ ওই বেডারে তো জানানোর প্রশ্নইই আসে না…. আর আমি কসম করে বলছি তুই বল আমি এর সমাধান বের করবই।

রনিঃ তাহলে বলি… মা আমি যখন সৌদি আসলাম আমার বয়স এর কারনে আমি খারাপ ছবি দেখতাম। আর নিজে নিজে খারাপ কাজ করতাম।

মাঃ বাবা আমি দেশে থাকতেই তোকে অনেক বার রাতের বেলা আমাদের বাসায় তোর পড়ার টেবিলে ওই সব করতে দেখেছি। রনিঃ মুভি দেখা আর হাত মেরে মাল ফেলা ছাড়া কোনো উপায় ছিল না। আর তা ছিল অতিরিক্ত। যার ফলে আমার সেক্স পাওয়ার কমে যাওয়ার সাথে সাথে আমার ওইটা ছোট হয়ে গেছে আর একপর্যায় আমার ওইটা আর শক্ত হয় না। আর এই কারণে এখন আমার বিয়ে করা সম্ভব না।

মাঃ ধুর বোকা… বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। আর বিয়ের আগে সব ছেলেরাই এই সব করে।

রনিঃ না আম্মা আপনি বুঝতেছেন না..? মাঃ কি বুঝিনা, আর তুই কি করে বুঝলি বিয়ের পরে ঠিক হবে না।

রনিঃ আমি এইখানে অনেক চেষ্টা করছি, কোন ভাবেই কিছু হয় না।

মাঃ ওরে শয়তান এর বাচ্চা বিয়ে করলে তোর বউ ই চেষ্টা করে সব ঠিক করে নেবে। রনিঃ (রাগ হয়ে)আরে আমি বললাম না আমি এইখানে চেষ্টা করসি, আরে আপনারে বুঝাই কি করে…. আম্মা আমি এইখানে টাকা দিয়ে খারাপ মেয়েদের সাথে অনেক চেষ্টা করসি কোন ভাবেই কিছু হয়না। এমন কি ওই মেয়েরা ও অনেক অনেক চেষ্টা করছে। মাঃ ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। রনিঃ ডাক্তার দেখিয়ে কোনো লাভ নাই, আমি এখানে দেখিয়েছি তারা ওষুধ দিয়েছে অনেক অনেক পরিক্ষা করসে কোন লাভ নাই…..

রেবেকা বেগম এর মুখে কোন শব্দ নাই…..

অনেকক্ষণ পর…. মাঃ তুই আমাকে এসব আগে বলিস নি কেন? রনিঃ লজ্জায়, আর এইসব কি মা কে বলা যায়….?? রেবেকা বেগমঃ মা কে বলা যায় না, তবে কাউকে না কাউকেতো বলতেই হয়…. আর তুইতো আমার সাথে অনেক খোলা মেলা ছিলি… আজতো বল্লি.. তা আগে বললি না কেন…? রনিঃ আম্মা আপনি কি বলেন… আমি কিভাবে আপনাকে এইসব খারাপ কথা বলি। মাঃ ওরে হারামি ওই সব কুকর্ম যখন করছিলি একটু আক্টু করতি….

. এখন বললি তো বললি একেবারে যখন শেষ সময়।

রেবেকা বেগমঃ আমার কথা মন দিয়ে শোন তুই ছুটি নিয়ে দেশে আয়, যত তাড়াতাড়ি পারিস। আমি যানি কি করতে হবে, তুই শুধু দেশে চলে আয় আমি তোকে ভালো ডাক্তার দেখাবো। তোকে ভাল আমি ইন্সায়াল্লাহ করেই তুলব।

রনিঃ কম্পানি কে বললেই আমাকে এক সাপ্তার মধ্য ছুটি দিয়ে দিবে আমি চার বছর এর ছুটি পাওনা।

রেবেকা বেগমঃ ভাল, তোর ছোটো খালুর এই রকম হইছিল, ঢাকার এক মস্তবড় ডাক্তার দেখিয়ে অনেক পয়সা খরচ করে এখন পুরা পুরি ঠিক। রনিঃ হাসেম খালু…

রেবেকা বেগমঃ হুম… রনিঃ আম্মা আপনার আল্লাহ এর দোহাই লাগে ওনাকে এইসব বইলেন না।

রনিঃ তোর কি মাথা খারাপ… আমি তোর কথা বল্মুনা।আমি অন্ন কারো নাম বইলা সুধু ডাক্তার এর ঠিকানা নিমু।

রনিঃ তাহইলে ঠিক আছে। রেবেকা বেগমঃ শোন আমি কালকে তোকে মিস কল দিলে তুই ফন করিস আমার নাম্বার এ। এর মধে আমি একটু চিন্তা ভাবনা কইরা নেই। রনিঃ আচ্ছা।

মা ছেলের মধ্য এইখানেই কথা শেষ। রনি এইবার একটু টেনশান ফ্রি হোল।ও জানে ওর আম্মা যেই চালাক…. একটা ভাল বুদ্ধি বেরকরে ওকে ভাল করেই তুলবেই।

ওদিকে রেবেকা বেগমতো মহা চিন্তায় পরল। সারা দিন বসে সুধু ভাবছেন কি করা যায়।

পরদিন দুপুরে রেবেকা বেগম বাড়ির পেছনে পুকুর এর শেষ প্রান্তে এসে চারিদিকে ভাল করে দেখে নিরিবিলি রনিকে মিস কল দিল।রনি সাথে সাথে কল বেক করল।

রেবেকা বেগমঃ বাবা শোন…. তুই যদি সবাইকে জানিয়ে দেশে আসিস তাহলে ঠিক মতন সব করা যাবে না। আমি হঠাত করে বুকে বেথা বলে পড়ে যাব,তাহলে তোর বাবা আর ভাই আমাকে হাসপাতাল এ নিয়ে যাবে আর এই খবর তুই শুনে এমন ভাব করবি যেন আমার জন্য তুই তাড়াতাড়ি চলে আইসিস বুজলি…? রনিঃ তা বুজলাম, কিন্তু এতে করে কি লাভ হবে…? রেবেকা বেগমঃ লাভ লস এর হিসাব করতে হবে না।

এর পর রনি ঠিক আসে আম্মা বলে লাইন কেটে দিল। পরদিন রেবেকা বেগম কথা মত ঘরের মধ্য বুকে বেথার অভিনয় করতে করতে বেহুশ এর ভান করল। এই অবস্তা দেখে তার বড় ছেলে আর স্বামি আলাল মিয়া তাড়াতাড়ি হাসপাতাল এ নিয়ে গেল। ডাক্তার দেখে বল্ল তেমন কিছু না গরমে আর টেনশন এর কারনে বুকে বেথা,ভাল মতন রেস্ট নিলে সব ওকে।

এর মধে রেবেকা বেগম শুধু রনির সাথে কথা বলতে চাইলেন। বড় ছেলে রনিকে ফোন করে সব বলে মা এর কাছে ফোন দিল। রেবেকা বেগম ফোন হাতে নিয়ে সবার সামনে হাও মাও করে কান্নাকাটি করতে করতে বল্ল বাবা আমি বোধহয় আর বাঁঁচবোনা। বাবা তুই আয় আমি তোরে একটু দেখব… আর কান্নাকাটি শুরু করল।

রনি এর পরে বড় ভাই এর কাছে বল্ল দাদা আমি দুই এক দিনের মধে আস্তেছি, তোমরা আম্মকে ঢাকায় নিয়ে যাও। বড় ভাই মনি বল্ল এইখান কার ডাক্তার বলেছে কোন সমস্যা নাই, আর তুই আসলে আয়।

এর পর রনি দ্রুত কম্পানির সাথে কথা বলে ছুটি নিয়ে বাড়ি চলে আসল ৩ দিন এর মধ্য। বুধবার আজ রনির ফ্লাইট। দীঘ ৬ ঘন্টার যাত্রা যেন শেষই হতে চায় না। অবশেষে দেশের মাটিতে পা রাখল, কাস্টম ক্লিয়ারেন্স করতে প্রায় দুপুর ০১ টা বেজে গেল। বাড়ি থেকে বড় ভাই এসছে রনিকে রিসিভ করার জন্য,বিমানবন্দর থেকে বের হয়ে সোজা চলে কমলাপুর, ট্রেন রাত ১২ টায়, বুকিং দিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ভাত খেয়ে রনি একটু ঘুরা ঘুরি করল।

রাত ১১:৩০ মিনিটে ট্রেন জন্য কাউন্টারে অপেক্ষা করতে লাগল, ট্রেন যথাসময়ে ১২টায় আসে হাজির, চড়ে বসল। ওরা যখন বাড়িতে পৌঁছল তখন সকাল ৬:৩০ মিনিটে। সবার সাথে মেলার পর সব শেষে গেল আম্মার কাছে, পা ধরে সালাম করল তারপর বুকের সাথে জোড়ে চেপে ধরলাম আর চুমু খেল। রেবেকা বেগিম ও ছেলেকে অনেক দিন পরে কাছে পেয়ে তার বুকের সাথে জড়িয়ে ধরে রাখে।

বাড়ি ভরপুর, সবাই এসেছে বাড়িতে, ভাবি, আপা-দুলাভাই আর তাদের বাচ্চারা। এর মাঝে এক ফাঁকে রেবেকা রনি কে একা পেয়ে চুপি চুপি বল্ল তুই সবাইকে বল আমাকে ঢাকায় বড় ডাক্তার দেখাবি এবং সবাইকে রাজী করাবি আর আজ রাতে আমার সাথে শোয়ার জন বাহানা করবি বাকি কথা রাতে বলব। রনি আচ্ছা আম্মা বলে সরে গেল।

Comments:

No comments!

Please sign up or log in to post a comment!